মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ সিধুলী ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে পথচারী ও শিক্ষকসহ ২০ জন আহতের ঘটনা ঘটেছে। গত রোববার উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারের একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করেই বাজারে আগত লোকজনের ওপর আক্রমণ করে। এতে মুহূর্তেই ২০ জন আক্রান্ত হন। পাগলা কুকুরের কামড়ে আক্রণের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিধুলী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মিরন। কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিরা হলেন, চর ভাটিয়ান জি পি স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রন্জু আহাম্মেদ, আনিস, নুর নবীসহ ২০ জন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। শ্যামগঞ্জ বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে শ্যামগঞ্জ বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও কুকুর নিধনের কোনো ব্যবস্থা নেই। প্রতি মাসেই স্থানীয় বাসিন্দারা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে থাকেন। তবে ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মিরন বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।