ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে ইউএনও’র অভিযান ড্রেজার জব্দ, জরিমানা

রামুতে ইউএনও’র অভিযান ড্রেজার জব্দ, জরিমানা

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ ড্রেজার বন্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে রামু উপজেলা প্রশাসন। অভিযানে দুই ইউনিয়নের তিন অবৈধ বালু ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ ও দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার অবৈধ বালু উত্তোলনের হটস্পট চাকমারকুল ও দক্ষিন মিঠাছড়ির বিভিন্ন পয়েন্টে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে চাকমারকুল ইউনিয়নের কোনারপাড়া, দক্ষিণ চাকমারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আলা উদ্দিনকে ৫০ হাজার, দিদার বলীকে ৭০ হাজার ও জিয়াবুল হক সওদাগরকে ৭০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, জেলা প্রশাসক কক্সবাজারের নির্দেশে আমাদের এই অভিযান, যেসব অসাধু ব্যবসায়ী পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স, তাদের সাথে কোনো ধরনের আপস নেই। ভূমিদস্যু বা যারা পরিবেশের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর ফতেখাঁরকুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহেদসহ আনসার ও ব্যাটালিয়নের একটি টিম অভিযানে অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত