ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্টেক হোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টেক হোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার বিষয়ে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে রবির অ্যাকাডেমিক ভবনের টেগোর লেকচার থিয়েটারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতির বক্তব্যে রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবি প্রচলিত শিক্ষার সঙ্গে সংস্কৃতিচর্চার মেলবন্ধন ঘটাতে সচেষ্ট।

এজন্য আমাদের ধারাটাকে এমনভাবে নিয়ে যেতে চাই, যাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন তো প্রকারান্তরে মুজিব আদর্শের রূপায়ণ। রবি সৃষ্টির পেছনের উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পাঠক্রম বিন্যস্ত করেছি। আমাদের এখানে রয়েছেন একদল উদ্যমী, ট্যালেন্টেড শিক্ষক। তাদের সহায়তা করতে রয়েছে কর্মকর্তা ও কর্মচারী। তাদের মধ্যে একটি সুসমন্বিত তথা ইন্টিগ্রেটেড পরিবেশ তৈরি করেছি। রবি এরইমধ্যে বিভিন্ন দিকে অগ্রসর হয়েছে, যার অনেকটাই দৃশ্যমান। সম্প্রতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান ছিলো রবি। শিক্ষার্থীরা যেন আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তাদের সম্পর্কটা রাখতে পারে সেজন্য নিয়মিত সেমিনার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত