সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর পিতার দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। গত সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্মাতার। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন। সৈয়দ সালাহউদ্দীন জাকী ১৯৮০ সালের চলচ্চিত্র ‘ঘুড্ডি’র কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর ২০২১ সালে একুশে পদক লাভ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক : বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় মন্ত্রী বলেন, স্ক্রিপ্ট রাইটার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক জাকী তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।