ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ কারবারি আটক

চাঁদপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ কারবারি আটক

চাঁদপুরে পুলিশি অভিযানে কক্সবাজার জেলার টেকনাফ থানার পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বিকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল সকালে সদরের হানারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিণা ফেরিঘাট এলাকার জাহিদ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের চৌকস দল। আটক মাদক বিক্রেতারা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল আলমের ছেলে মো. দেলোয়ার (৪৩), সাতঘরিয়া পাড়ার হাজী কালা মিয়ার ছেলে ফয়েজ উদ্দিন হারিছ (২৮), কারাংখালী পূর্ব পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে রেদোয়ান (২৫), পূর্ব সাতঘরিয়া পাড়ার নয়াবাজার এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে সোনা মিয়া (৩৫) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. মিজান (২১)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতারা জানায়, তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদকব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রি করে আসছিল। অভিযানের সময় আটক পাঁচ ব্যক্তির প্রত্যেককে তল্লাশি করে ২০০ পিসের পাঁচ প্যাকেটে থাকা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট অর্থাৎ সর্বমোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শহিদুল্লাহ, মো. হেলাল উদ্দিনসহ থানার একটি চৌকস দল। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করা, তরুণ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ সদর মডেল থানা। আমাদের এই অভিযান অব্যাহতভাবে চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত