ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে ১০ পরিবহণ চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীতে ১০ পরিবহণ চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা থেকে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রমজান (৩৬), সাফায়েত হোসেন (২৩), জীবন হোসেন (২৩), সুমন (৪২), ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), তামজিদ হোসেন রবিন (৩০), ফজলুর রহমান রানা (৩৩), মোস্তফা কামাল হাসান (৩৫) ও শফিক (৩৬)। বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানাধীন সুইপার কলোনি এলাকায় ও ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় তিনটি পৃথক অভিযান চালানো হয়। এসময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদার নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত