ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফুলকলি ও মধুবনকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুলকলি ও মধুবনকে ৭০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জলদী ফুলকলি ও জলদি মিয়ার বাজার মধুবনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী জানান, মেয়াদোত্তীর্ণ দেশি-বিদেশি ঠান্ডা পানীয় ও খাবার সংরক্ষণের দায়ে উপজেলা সদরের জলদী ফুলকলি ৫০ হাজার ও মিয়ার বাজার মধুবনকে ২০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পণ্যগুলো জব্দ করে নষ্ট করে ফেলা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।