বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনি
বললেন শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপশক্তি রাজপথে প্রতিহত করবে। তিনি বলেন, বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনি।
গতকাল সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ‘সরকার পতনের আন্দোলন ঝড়ের গতিতে হবে’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন মন্তব্যের কড়া জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলন শুনি ঈদের পরে হয়, তবে কোন বছর হয়, তা জানি না। যারা হরতাল-অবরোধ, সংগ্রাম-আন্দোলন এসব কথা বলেন, তারা আসলে এটি দীর্ঘদিন ধরে বলছেন। জনগণ বিএনপির সঙ্গে নেই বলে তাদের আন্দোলনের পালে হাওয়া লাগেনি। এই শেষ তিন মাসে কতটুকুই বা লাগবে, এটা বলা শক্ত। তবে তাদের আন্দোলন যে গতিতেই হোক, তাতে যদি কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমাল রক্ষার দায়িত্ব যেমনি সরকারের রয়েছে, তেমনি আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে যেকোনো ধরনের অপশক্তি প্রতিহত করবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।