ময়মনসিংহের গফরগাঁও ব্রহ্মপুত্র নদের কাশবনে বেড়াতে রিমি আঞ্জুমান (৩৫) নামের এক নারীর ৫ বছরের শিশু সন্তান নৌকা থেকে নদের পানিতে পড়ে যায়। ওই সময় সন্তানকে বাঁচাতে নদে ঝাঁপ দেন মা রিমি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে নৌকার লোকজন নদে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া সেতু সংলগ্ন এলাকায়। এখনো নিখোঁজ রয়েছেন ওই নারী। ঘটনার পর পরেই গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও গফরগাঁও থানা পুলিশ প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ নারীর সন্ধান পায়নি। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে। নিখোঁজ রিমি আঞ্জুমান গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাতল গ্রামের নজিমুজ্জামান সবুজের স্ত্রী। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌগ অভিযানে নদে নিখোঁজ নারীকে উদ্ধারে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়েও ওই নারীর সন্ধান মেলেনি। ঘটনাস্থলে বেশ স্রোতে রয়েছে। পাশাপাশি আলোর স্বপ্লতাও রয়েছে। এ অবস্থায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আজ ভোররাত থেকে ফের উদ্ধার অভিযানে শুরু হবে। তিনি আরো জানান, ওই নারী গফরগাঁওয়ে বেড়াতে এসেছিলেন।