ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে জনসভায় এমপি কমল

মেঘা প্রকল্প কক্সবাজারের চেহারা পাল্টে দিয়েছে

মেঘা প্রকল্প কক্সবাজারের চেহারা পাল্টে দিয়েছে

কক্সবাজারের রামুতে জনসভা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের শক্তি প্রদর্শন করলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। গতকাল বিকালে রামু খিজারী স্টেডিয়ামে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সংসদ সদস্য কমল বলেন- রেল লাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দরসহ অনেক মেঘা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে সরকার কক্সবাজারের চেহারা পাল্টে দিয়েছে। চার লেনের সড়ক, বড় বড় সেতু নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থায়ও অকল্পনীয় উন্নয়ন হয়েছে। করোনা মহামারি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে বিশ্বের অনেক দেশ বিপর্যস্ত ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হলেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন-অগ্রগতি সম্ভব। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, আওয়ামী লীগ নেতা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গণি, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত