ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি ও জবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ঢাবি ও জবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব ফার্মাসিস্টস দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ফার্মেসি লেকচার থিয়েটার সংলগ্ন চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ এবং ফার্মেসি বিভাগ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘ফার্মেসি স্ট্রেন্থিং হেলথ সিস্টেমস।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর ফার্মেসি লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি এবং ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ এমরান, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ জহির রায়হান ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য ফার্মাসিস্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের শিক্ষার্থীদের দক্ষ ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠতে হবে এবং স্বাস্থ্য খাতের গুণগতমান উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ওষুধের নতুন প্যাটার্ন উদ্ভাবনের জন্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণামনস্ক হতে হবে এবং জাতিকে নতুন কিছু দেয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এদিকে আমাদের জবি প্রতিনিধি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো নানা আয়োজনে এ দিবসটি পালন করেছে ফার্মেসি বিভাগ। গতকাল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি পালিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত