টেকনাফে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের আয়োজনে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রীর নিয়ে অংশগ্রহণমূলক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ মাদক সেবন ও মাদক পাচারের প্রত্যক্ষ ও পরোক্ষ সকল প্রকার ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক মিনহাজুর রহমান, মোহাম্মদ আবু তালেব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ বিশেষ জোনের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, মাদক সেবনের ফলে মানুষের শিক্ষা জীবন, ধর্ম জীবন এবং যাপিত জীবনের শারীরিক অপূরণীয় ক্ষতির সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক বিপর্যয় নেমে আসে। একজন মাদকসেবীর জন্য গোটা পরিবার ভেঙে তছনছ হয়ে যায়। এসো আমরা সবাই মিলে অন্তত নিজের পরিবারের স্বার্থে হলেও নিজের পরিবারকে মাদক মুক্ত রাখি। আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে মাদকবিরোধী স্কেল বিতরণ এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। সর্বশেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মাদক সংশ্লিষ্ট সমস্যার সম্ভাব্য সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।