ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

কোনো দেশই স্যাংশন দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না

কোনো দেশই স্যাংশন দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো দেশই স্যাংশন দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না। এদিকে বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। তারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনো উঠতে পারেনি। ৪৮ ঘণ্টা আলটিমেটাম দিয়েছে। সেটাতেও কিছুই করতে পারেনি, ১৪ বছর ধরে আন্দোলন করছে। দেশকে অস্থিতিশীল করছে। বিএনপির আন্দোলন-সংগ্রামে এ দেশের জনগণ নাই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন। গতকাল দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন, আলু নিয়ে সিন্ডিকেট করেছে কোল্ড স্টোরেজ মালিকরা। সিন্ডিকেট ভাঙার সব প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আলুর বাজার স্বাভাবিক হবে শিগগিরই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত কাঁচাবাজারের মূল্য বেশি হয়েছে। অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন, মধুপুর পৌর সভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নান্মি প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত