রবিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রবির প্রশাসনিক ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রবির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম। ভিসি বলেন, শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি তার ক্যারিশমাটিক নেতৃত্বগুণে আজ বিশ্বনেতা হিসেবে পরিগণিত হয়েছেন। মানবতার কল্যাণে তার ভূমিকা বিশ্বনন্দিত। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করছেন। মেগা প্রকল্পসমূহের সফল সমাপ্তির পাশাপাশি অনেক প্রতিকুলতার মধ্যে পদ্মা সেতু নির্মাণ, তার সাফল্যের মুকুটে আরেকটি পালক। আলোচনা সভার সভাপতি বলেন, বাংলাদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ইচ্ছা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার সে স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ২০১৫ সালে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। এ সময় রবির সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।