বরিশাল নগরীর ৬ মোড়ে চলন্ত সিঁড়ি চান প্রবীণরা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল নগরীর ৬টি জনগুরুত্বপূর্ণ মোড়ে চলন্ত সিঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রবীণরা। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি হয়। এসময় বক্তারা, কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ, হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলা মোড়, রূপাতলী বাসটার্মিনালের চৌমাথা, জেলখানা মোড় ও বটতলা চৌরাস্তায় চলন্ত সিঁড়ি স্থাপনের দাবি জানান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে বক্তব্য দেন- প্রবীণ ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া সেলিম, কাজী মিজানুর রহমান ফিরোজ, সুলতান মাহমুদ বাবুল, রেজাউল করিম বুলবুল, ইঞ্জিনিয়ার বদিউজছালাম রিয়াজ, কামরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার দক্ষিণাঞ্চলসহ বরিশাল নগরীতে যানবাহন বহুগুণ বেড়েছে। ফলে নগরীর অপ্রশস্ত সড়ক পার হতে গিয়ে প্রবীণসহ সব বয়সিরা প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়ছে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রাণহানীও ঘটছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন প্রবীণ ব্যক্তিরা। তাই নবীন, প্রবীণসহ জনসাধারণের জীবনের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে নগরীর ৬টি মোড়ে চলন্ত সিঁড়ি স্থাপন করা হোক।