ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার ঢাকায়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার ঢাকায়

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। গত শনিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। গতকাল বিকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠকে বসেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তিনি দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে। ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত