ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিজ্ঞানভিত্তিক ও যন্ত্রনির্ভর কৃষির জন্যই এত উন্নতি

বললেন কৃষিমন্ত্রী
বিজ্ঞানভিত্তিক ও যন্ত্রনির্ভর কৃষির জন্যই এত উন্নতি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সামনে আশ্বিন-কার্তিক মাস। আগে এই সময় চালের দাম বেড়ে যেত। এবার এই সময় চালের দাম কমের দিকে। এ বছর আমদানি করতে হবে না। তিনি বলেন, উৎপাদন যথেষ্ট ভালো এবার। মিলাররা সরকারকে চাল দিতে চাচ্ছে। বিজ্ঞানভিত্তিক আর যন্ত্রনির্ভর কৃষির জন্যই এত উন্নতি। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষির রূপান্তর : কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)। বিএনপির আমলে মানুষ না খেয়ে মরত- জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০০৩-০৪ সালের দিকে দেশের বিভিন্ন এলাকায় না খেয়ে মানুষ মারা গেছে। তখন ভিক্ষাবৃত্তির মনোভাব নিয়ে দেশ চালাত বিএনপি। এখন আর সেই পরিস্থিতি নেই। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেমিনারে কৃষিমন্ত্রী প্রয়াত কৃষিবিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। এ সময় দেশের কৃষির সার্বিক উন্নয়নে কৃষি বিজ্ঞানীদের অবদানের প্রশংসা করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিএজেএফের সাধারণ সম্পাদক সাহানোয়ার সাঈদ শাহীনের উপস্থাপনায় সেমিনারে আরো অংশ নেন এনআরবিসি ব্যাংকের এসএম পারভেজ, এসিআই অ্যাগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ড. এফএইচ আনসারী, কৃষিবিদ মো. হামিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত