এমপি ডা. হাবিবে মিল্লাত

সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষার কোনো বিকল্প নেই

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আধুনিক বিশ্বায়নের যুগে চাই সুশিক্ষা। জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গোড়ে তুলতে হবে এবং উন্নত, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষার কোনো বিকল্প নেই। গতকাল সকালে শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চে আয়োজিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষা খাতকে গুরুত্ব আরোপ করেছে। তার নির্দেশনা বাস্তবায়নে শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই একযোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে ৩৩ লাখ বই বিতরণ ও মোবাইলের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও দেশের প্রতিটি ছাত্র-ছাত্রীর সুশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মোপযোগী করে গোড়ে তুলতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আই, এস, টি, ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র চালুকরণ, চিকিৎসার মানোন্নয়নে ক্ষেত্রে উন্নত হাসপাতাল নির্মাণসহ সারা দেশে শতভাগ বিদুৎ প্রদান করা হয়েছে। ওই কলেজের অধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পূবালী ব্যাংক ম্যানেজার আহসানুল কবির, ওসি (তদন্ত) হাসিবুর রহমান হাসিব প্রমুখ।