সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে বাবুল আক্তারকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সে শাহজাদপুর উপজেলার মাদলা পশ্চিমপাড়া গ্রামের নুরুল ফারাজির ছেলে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২২ সালের ৫ মে রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মটোরসাইকেল ও ১৩০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। পুলিশ এ মামলার তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।