জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি ডেঙ্গু প্রতিরোধী ভ্যাকসিন ‘কিউডেঙ্গা’ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাপানি সংবাদমাধ্যম নিপ্পন ডটকমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সোমবার বলেছে, তারা জাপানি ওষুধ প্রস্তুতকারক তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি ডেঙ্গু জ্বরের ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেছে। খবরে বলা হয়েছে, এরই মধ্যে ভ্যাকসিনটি ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুদের জন্য এই টিকা চালু করা হবে, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়।