ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনে সমর্থন বাড়াতে অটল ইইউ

ইউক্রেনে সমর্থন বাড়াতে অটল ইইউ

ইউক্রেনে গিয়ে কিয়েভের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রন্ত্রীরা। ইইউয়ের কূটনীতিক জোসেপ বোরেল কিয়েভে গিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে একটাই বার্তা দিতে চেয়েছেন। সেটা হলো, ইইউ পুরোপুরি ইউক্রেনের পাশে আছে। পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বোরেল লিখেছেন, ‘আমরা ইউক্রেনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের ঐতিহাসিক বৈঠক ডেকেছি। ইউক্রেন ইইউয়ের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। তারা ভবিষ্যতের সদস্য। আমরা তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি।’ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, আসন্ন শীত মৌসুমে রাশিয়ার বোমার হাত থেকে বাঁচার জন্য ইউক্রেনের প্রোটেকটিভ শিল্ড দরকার। অর্থাৎ তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে চেয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া যেন মনে রাখে আমরা দীর্ঘ সময়ের জন্য ইউক্রেনকে সমর্থন ও সাহায্য করে যাবো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ১৮ মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এখনো এই বিরোধ মেটার কোনও ইঙ্গিত নেই। ইউক্রেনও এখন পাল্টা আক্রমণের রাস্তায় গেছে। এই পরিস্থিতিতে ইইউ স্পষ্ট করে দিয়েছে, তারা ইউক্রেনকে সাহায্য ও সহযোগিতা করে যাবে। ইইউয়ের দেশগুলো মিলে ১৩০ বিলিয়ন ইউরো সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে। জার্মানি একাই ২০ বিলিয়ন ইউরো দেওয়ার কথা বলেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত