কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের গঠন করা চার সদস্যের তদন্ত কমিটি কক্সবাজারে রয়েছেন। তারা ঘটনাস্থলসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছেন।
গতকাল বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খাদিমুল বাশার জয়, রবিউল হাসান রানা, উপ-শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-আইনবিষয়ক সম্পাদক আহসান হাবিব সজীব।
ছাত্রলীগের সহ-সভাপতি খাদিমুল বাশার জয় বলেন, আমরা সুষ্ঠু তদন্তের জন্য মাঠে নেমেছি।
আনীত অভিযোগের বিষয়গুলো সরেজমিন এসে খতিয়ে দেখছি। তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দপ্তরে জমা দেব।
১ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কর্মীদের নিয়ে টানা ৭ মাস রেস্টুরেন্টে ভাত খেয়ে বিল না দেওয়ার অভিযোগে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কর্মীদের নিয়ে টানা ৭ মাস রেস্টুরেন্টে ভাত খেয়ে বিল না দেওয়ায় বুধবার (২৭ সেপ্টেম্বর) সদর থানায় অভিযোগ করেন শহরের রেস্টুরেন্ট মালিক শাহাব উদ্দিন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তোলপাড় শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষে তদন্ত কমিটি গঠন করে।
এদিকে, এ ঘটনায় বুধবার ঘটনাস্থল ওয়ার্ল্ড বিচ রিসোর্টের ভাতের হোটেলটি বন্ধ পাওয়া গেছে। আশপাশের লোকজন জানিয়েছেন, গত ৩ দিন ধরে শাহাব উদ্দিনকে পাওয়া যাচ্ছে না। হোটেল বন্ধ করে শাহাব উদ্দিন আত্মগোপনে রয়েছেন।