ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিকিমে চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত

বিপৎসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি

বিপৎসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তথ্য অনুযায়ী গজলডোবা পয়েন্টে পানি গত মঙ্গলবার মধ্যরাত থেকে প্রায় ২৮৫ সে.মি. বৃদ্ধি পেয়েছে। দোমুহুনী পয়েন্টে গতকাল সকাল থেকে প্রায় ৮২ সে.মি. বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল ৯টার তথ্য অনুযায়ী ডালিয়া পয়েন্টের পানি ৫১.৩৫ সে.মি. বৃদ্ধি পেয়ে গতকাল বিকাল নাগাদ বিপৎসীমা অতিক্রম করে মধ্যরাত পর্যন্ত বিপৎসীমার ৫০ সে.মি. উপর পর্যন্ত উঠতে পারে। ফলে নীলফামারি, লালমনিরহাট কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা নদীর পাড়ের এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

এই খবরে নীলফামারীর তিস্তাপাড়ের পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়ি বাড়ী, গয়াবাড়ি ইউনিয়নের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ খাঁন এবং পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক রয়েছি। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আলোকিত বাংলাদেশকে বলেন, ভারতের সিকিমে তিস্তার একটি ড্যাম বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলে পানি বৃদ্ধি পাবে বলে জেনেছি এবং আমাদের বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত