ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জুড়ীতে টানা বৃষ্টি

বিপাকে নিম্ন আয়ের মানুষ

বিপাকে নিম্ন আয়ের মানুষ

গতকাল দুপুরের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে জুড়ীতে। মুষলধারে বৃষ্টি না হলেও একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও উপজেলার অনেক দিনমজুর। গতকাল ভোর রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। এজন্য গৃহবন্দি অনেক দিনমজুর। তারা বেরোতে পারেননি কর্মস্থলে, বন্ধ রয়েছে অনেক কর্মস্থলও। পশ্চিমজুড়ী ইউনিয়নের ভবানীপুর এলাকার রাজমিস্ত্রি বদরুল মিয়া গতকাল কাজে গিয়েও ফিরে এসেছেন বৃষ্টির কারণে। কাজ বন্ধ থাকায় আসেননি আরো অনেক মিস্ত্রি। তিনি বলেন, বৃষ্টির জন্য সকালে কাজে যেতে চাইনি। ছাতা নিয়ে কোনোমতে কাজে উপস্থিত হই, কিন্তু কাজ হয়নি। রিকশাচালক সুমন আহমেদ বলেন, রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু বাজারে মানুষ খুবই কম। সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে। এজন্য খুব দরকার ছাড়া কেউ বাইরে বের হয় না। সকাল থেকে এখন পর্যন্ত ১৫০ টাকা রুজি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত