ফিরেছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার, টেকনাফ প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে সতর্ক সংকেত জারি থাকায় সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া সাড়ে ৩ শতাধিক পর্যটক গতকাল বিকালে এমভি বারো আউলিয়া নামে জাহাজে করে নিরাপদে টেকনাফে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, আবহাওয়ার সতর্ক সংকেত প্রত্যাহার করার পর গতকাল সকাল থেকে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। বিকালে জাহাজ যোগে পর্যটকরা টেকনাফ ফিরেছেন। ইউএনও বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পযটকবাহী জাহাজ ও পণ্যবাহী সার্ভিস ট্রলার চলাচল অনুমতি দেওয়া হলেও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। গত মঙ্গলবার মৌসুমি বায়ুর প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।