ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম

অভীক সভাপতি, সাকী সম্পাদক

অভীক সভাপতি, সাকী সম্পাদক

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলনে ২০২৩-২০২৫ মেয়াদে নতুন কার্যকরী কমিটির সভাপতি কবি অভীক ওসমান এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী পুনঃনির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক জনসংযোগবিদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজনে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক (জনসংযোগ) এএসএম বজলুল হক এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু। সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব একেএম বেলায়েত হোসেন, বাংলাদেশ রেলওয়ে সাবেক পরিচালক (জনসংযোগ) শফিকুল আলম খান, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক বদরুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (প্রেস) কবি ইউসুফ মুহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান আয়োজন উপকমিটির আহ্বায়ক খলিলুর রহমান। সম্মিলনের শেষ পর্যায়ে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু চট্টগ্রাম শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। কার্যকরী কমিটিতে জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া এডভাইজার অভীক ওসমানকে সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (প্রেস) ইউসুফ মুহম্মদ, আইআইইউসি’র সহকারী পরিচালক মোসতাক খন্দকার ও ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের ম্যানেজার (পিআর) জান্নাতুল ফেরদৌস সহ-সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ সাকী সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠিক সম্পাদক মোহাম্মদ মোকাম্মেল হক খান (জনসংযোগ কর্মকর্তা, সিসিসিআই), অর্থ সম্পাদক মিজানুল ইসলাম (গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা, কেএসআরএম), সহ-অর্থ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ (ম্যানেজার, কনকর্ড গ্রুপ), দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী (জন সংযোগ কর্মকর্তা, সাদার্ণ ইউনিভার্সিটি), সহ-দপ্তর সম্পাদক এয়াকুব আলী (পাবলিসিটি অফিসার, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম (সহকারী রেজিস্ট্রার, চুয়েট), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসেন (উপ-রেজিস্ট্রার-তথ্য, চবি), সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ আহমদ (পিআরও, এমএলএইচ অ্যান্ড কোং), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক খালেদ হামিদী (হেড অব পাবলিকেশন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি.) ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা ইদ্রিস (প্রোগ্রাম ম্যানেজার, ইপসা)। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- সালাউদ্দিন শাহরিয়ার (ডেপুটি রেজিস্ট্রার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি), আমিনুল হক (সহ: ব্যবস্থাপক, পদ্মা অয়েল লি.), আকবর হোসেন (সহকারী পরিচালক-জনসংযোগ, পিডিবি), রাসেল সর্দার (সহ: ব্যবস্থাপক, কনকর্ড গ্রুপ) ও আজিজ আহমেদ (জনসংযোগ কর্মকর্তা, চসিক)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত