ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জে মণ্ডপ তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে প্রতিমা শিল্পীরা। কাঠ, খড়, সুতা আর মাটি দিয়ে তৈরি করেছেন প্রতিমা। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। দেবী দুর্গার সুন্দর রূপ দিতে এখন দিনরাত রং-তুলির কাজ করে যাচ্ছেন শিল্পীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৫১৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে শহরে আলোকসজ্জার ব্যবস্থা না থাকলেও কোনো কমতি নেই আয়োজনের। ৫ দিনব্যাপী এ উৎসবের পঞ্জিকা মতে আগামী মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

প্রতিমা তৈরির স্থানীয় কারিগররা বলেন, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে এ পেশায় জড়িত রয়েছি। এ প্রতিমা তৈরিতে কাজ করছে নারীসহ শিশুরাও। প্রতিমা তৈরির উপকরণ ও রংয়ের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাচ্ছি না। তবে প্রতিমার এলাকাভিত্তিক চাহিদা এবার বেশি। সেট প্রতি প্রতিমা প্রায় ১৬ হাজার থেকে প্রায় ৭৫ হাজার টাকা বিক্রি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি চলছে। এর মধ্যেই জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করছে। জেলায় ৫১৬টি পূজামণ্ডপে আনন্দ-উৎসবে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) সাংবাদিকদের বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও আনছারসহ মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি থাকবে। এর মধ্যেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত