ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফার্মেসিকে জরিমানা

সিরাজগঞ্জে বেশি দামে স্যালাইন বিক্রি

সিরাজগঞ্জে বেশি দামে স্যালাইন বিক্রি

সিরাজগঞ্জে ডিএনএস স্যালাইনের দাম বেশি নেয়ার দায়ে হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. হাসান-আল-মারুফ এ জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ফার্মেসিতে ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১০০.৮৯ টাকা লেখা থাকলেও ফার্মেসিতে বিক্রি করা হচ্ছিল ২৫০ টাকা। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে ক্রেতা সেজে সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ওই ফার্মেসিকে ওই টাকা জরিমানা করে। এদিকে বাজার স্টেশন এলাকায় স্টিকারবিহীন বিদেশি চকলেট বিক্রির দায়ে স্মরণ ফল ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত