ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সিরাজগঞ্জে চার ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সিরাজগঞ্জে চার ফার্মেসিকে জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ২৭ হাজার ও মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ জরিমানা করেন ওই অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে অভিযান চালায় ওই অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মা ভবানী মেডিকেল হলকে ১০ হাজার, ইমন ফার্মেসিকে ২ হাজার ও রাব্বি ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় স্বর্ণা সুইটসকে ১ হাজার, সাথী সুইটসকে ১ হাজার ও মা মিষ্টান্ন ভান্ডারকে পঁচা জিলাপি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে জব্দ করা ১০ কেজি পচা জিলাপি ধ্বংস করা হয়। এ অভিযানের সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত