নওগাঁয় ডাকাত দলের ১৪ সদস্য আটক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই থানা এলাকায় ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের নেতা রামকৃষ্ণসহ ১৪ জন ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ভোরে উপজেলার পাঁচুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫। বিকালে ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার কিচক হিন্দুপাড়া গ্রামের রাম কৃষ্ণ দাস (৩৫), জয়পুরহাট জেলার মহব্বতপুর গ্রামের নয়ন চন্দ্র দাস (৩৫), মুকুল মিয়া (৩৫), মোজাহার সরদার (৩৬), জিয়াপুর গ্রামের রিমন চন্দ্র (২১), বিফল চন্দ্র দাস (২৪), কাজল চন্দ্র দাস (২১), প্রনব চন্দ্র দাস (২২), উজ্বল চন্দ্র দাস (২৮), নিরেন চন্দ্র দাস (৩৬), কুসুমবাগ গ্রামের মাসুদ রানা (২৭), পিকআপ চালক আমজাদ হোসেন (৪৮), মিলন চন্দ্র হাওলাদার (৩৪) এবং শুভ চন্দ্র দাস (১৯)। অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার বলেন- গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ চিহ্নিত ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে গোপনে অন্যের পুকুরে মাছ ডাকাতি করে বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র্যাব-৫ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। আত্রাই থানার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের পুকুর পাঁচুপুর এলাকায়। গতকাল ভোরে পাঁচুপুর এলাকায় একটি পুকুরে মাছ ডাকাতি করে পিকআপ লোড করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামকৃষ্ণসহ ১৪ ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৬৫ কেজি কার্পজাতীয় মাছ, একটি পিকআপ, মাছ ধরার জাল, চাকু ও ছোট হাসুয়া উদ্ধার করা হয়। তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের নেতা রামকৃষ্ণ দাসের অধীনে ১৫ থেকে ২০ জনের একটি দল রয়েছে। তারা নওগাঁ, বগুড়া এবং জয়পুরহাট জেলা বিভিন্ন এলাকায় ১২ থেকে ১৫টি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ ডাকাতি করে বগুড়া জেলার মহাস্থানগড় বাজারে, দিনাজপুর জেলার বিরামপুর ও হিলি বাজারে এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর বাজারে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা প্রক্রিয়াধীন।