সিরাজগঞ্জে ডেঙ্গুতে আরো ৭১ জন আক্রান্ত

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে ৭১ জন আক্রান্ত হয়েছে। তারা শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৮৭ জন। এ রোগে কলেজ ছাত্রসহ ৩ জন মারা গেছেন। অবশ্য বেসরকারিভাবে ৫ জনের মৃত্যুর খবর রয়েছে। সিভিল সার্জন অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন বেড়েই চলছে। এ রোগ থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। তবে এ রোগ প্রতিরোধে জেলা উপজেলায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে এবং পৌরসভাগুলোও এ রোগ প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।