কয়েকদিন পরেই উত্তরা উত্তর স্টেশন থেকে এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করবে। আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধন সামনে রেখে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সমন্বিত ট্রায়াল চালাচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গত শুক্রবার থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিনে-রাতে কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে মতিঝিল পর্যন্ত বিভিন্ন সময় মেট্রোরেল চলাচল করতে দেখেছেন নগরবাসী। দ্বিতীয় অংশে মেট্রোরেল চলাচল করতে দেখে আনন্দিত জনসাধারণ। তারা বলছেন, পুরো মেট্রোরেল চালু হলে স্বপ্ন আরো একধাপ এগিয়ে যাবে এবং মিরপুর-মতিঝিল অংশে চলাচলকারীদের কষ্টলাঘব হবে।