হেরোইন বিক্রির দায়ে এক কারবারির যাবজ্জীবন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন বিক্রির দায়ে মাদক কারবারি মিজানুর রহমানকে (৪৪) যাবজ্জীবন কারাণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। সে নওগাঁর পোরশা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। গতকাল দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দিয়েছেন। ওই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ১৯ জুন সলঙ্গা থানার রাধানগর এলাকায় র‌্যাব-১২ এর সদস্যরা মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বগুড়া থেকে নগরবাড়িগামী সৌমির পরিবহণ নামে একটি বাসে তল্লাশি চালানো হয় এবং তল্লাশিকালে যাত্রী মিজানুর রহমান বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের সেই সময়ের ডিএডি ছামিউল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।