পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। গত মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থীবিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে’ ড. মোমেন মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ড. মোমেন আরো বলেন, কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য চলমান মিয়ানমারের পাঠ্যক্রম শিক্ষা এবং জীবনযাত্রার দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের সহায়ক হবে। অনুষ্ঠান চলাকালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ডক্টর মোমেন ইউএনএইচসিআরকে তার অব্যাহত মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অধিকার আদায়ে ও তাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন।