ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ রাসেলের খুনিদের দেশে এনে বিচার করতে হবে

বললেন পলক
শেখ রাসেলের খুনিদের দেশে এনে বিচার করতে হবে

শেখ রাসেলের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্পের উদ্যোগে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসব প্রতিমন্ত্রী পলক বলেন, আমরা চাই বাংলাদেশসহ সারা বিশ্ব যেন শিশুদের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে ওঠে। আর কাউকে কোনোদিন যেন শিশু শেখ রাসেলের মতো নির্মম হত্যার শিকার হতে না হয়। শেখ রাসেলের পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দেশ ও বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে শেখ রাসেলকে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ থেকে ধারণা নিয় চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, মহাপরিচালক মো. মোস্তফা কামাল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা ও প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত