৩ শতাংশের নিচে জাপানের মূল্যস্ফীতি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জাপানের মূল বা কোর মূল্যস্ফীতি গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তিন শতাংশের নিচে নেমেছে।
যদিও এই হার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ফলে ধারণা করা হচ্ছে, নীতি নির্ধারকরা আরো পদক্ষেপ নেবেন। ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়া-প্যাসিফিকের প্রধান মার্সেল থিলিয়ান্ট বলেছেন, সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি দুর্বল হলেও আমরা মনে করি আগামী বছরের শেষ নাগাদ এই হার কমে ২ শতাংশের নিচে চলে আসবে, যা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা।