ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লাশ ফেরত দিল বিএসএফ

লাশ ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়া আক্কাস আলী (৩৫) নামের বাংলাদেশি যুবকের মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গত শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে ওই যুবকের মরদেহ ফেরত দেন তারা। নিহত বাংলাদেশি যুবক আক্কাস আলী তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তে ৪৪৬-এর ৪ নম্বর সাব-পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে স্থানীয়রা আক্কাস আলীর মরদেহ দেখতে পায়। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত