ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়া আক্কাস আলী (৩৫) নামের বাংলাদেশি যুবকের মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গত শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে ওই যুবকের মরদেহ ফেরত দেন তারা। নিহত বাংলাদেশি যুবক আক্কাস আলী তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তে ৪৪৬-এর ৪ নম্বর সাব-পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে স্থানীয়রা আক্কাস আলীর মরদেহ দেখতে পায়। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়।