রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সোনাভান (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় হাসপাতাল থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। সোনাভান জেলার চারঘাট উপজেলার নুরুল হকের মেয়ে। জানা গেছে, গত ১৫ অক্টোবর রাত ১০টার দিকে সোনাভানকে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন পরিবারের সদস্যরা। একদিন আগে থেকে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। শুরু হয় ডায়রিয়াও। অবস্থা শঙ্কটাপন্ন হলে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। আর সোমবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে মারা যান তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৫ জন। এ বছর ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন রামেক হাসপাতালে। আর এ পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হন ৩ হাজার ৩৮৮ জন। এদের মধ্যে ৩ হাজার ১৮১ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।