দখলের উদ্দেশ্যে পাকা রাস্তা বন্ধ, ভোগান্তি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর বেপারীপাড়ায় আরসিসি পাকা সড়ক বন্ধ করে দখলের উদ্দেশ্য ইটের দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাঁধা দেয়ায় দুইজনকে মারপিটের ঘটনাও ঘটেছে। শহরের ১নং পুলিশ ফাঁড়ির এসআই জাকারিয়া খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ওই মহল্লার মূল সড়ক থেকে ৪ থেকে ৫টি পরিবারের যাতায়াতের জন্য ৬৫ ফুট দৈর্ঘ্যরে একটি সড়ক রয়েছে। দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে এসব পরিবারের লোকজন চলাফেরা করে। ২০১২ সালে পৌর কর্তৃপক্ষ সিডিসি প্রকল্পের আওতায় ৪ ফুট প্রস্থের একটি আরসিসি পাকা রাস্তা নির্মাণ করে। বৃহস্পতিবার গভীর রাতে ওই রাস্তাটি দখলের উদ্দেশে ওই মহল্লার জনৈক প্রভাবশালী রোকন ভাড়াটিয়া লোক এনে মাঝখানে ইটের দেওয়াল নির্মাণ করে। এ সময় বাঁধা দিতে গেলে তাদের বেদম মারপিট ও বাড়িঘর ভাঙচুর করে। এমন খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং গোলমাল না করার জন্য উভয়পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর জায়গা মাপ জরিপকে কেন্দ্র করে অতর্কিতভাবে ওই প্রভাবশালী গং ভাড়াটিয়া লোকজনকে সঙ্গে নিয়ে গোলবার হোসেন গংদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি টিনের বেড়া, ইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয় এবং তারা এক শিক্ষার্থীর হাত ভেঙে দেয়া হয়।