মেজর মোহাম্মদ জাভেদ হাসান (অব.) গত ২০ অক্টোবর (শুক্রবার) দুপুর সাড়ে ১২টায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গত ২২ অক্টোবর বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় বনানীর আর্মি কবরস্থানে দাফন করা হয়। ১৯৬৮ সালের ৩১ অক্টোবর ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেজর (অব.) মোহাম্মদ জাভেদ হাসান। প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি সারদার রাজশাহী ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাসের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৮৮ সালের ২৩ ডিসেম্বর ১৯ বিএমএ লং কোর্সের পদাতিক কোরে কমিশন লাভ করার মধ্যদিয়ে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি গৌরবান্বিত ১২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ যোগদান করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে ১১১ পদাতিক বিগ্রেড, স্কুল অব মিলিটারি ইন্টিলিজেন্স (এসএমআই), ডিজিএফআই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ রাইফেলস এবং সর্বশেষ সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন-এ কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কুয়েত ও আইভরিকোস্টে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্রিটিশ রয়েল কলেজ অব ইন্টিলিজেন্স থেকেও তিনি বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। ১ এপ্রিল ২০১২ তারিখে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। এরপর ২০১২ সাল থেকে মৃতুর আগ পর্যন্ত সুদীর্ঘ ১১ বছর তিনি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন এবং এইচআর) হিসেবে দেশ এনার্জি লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসন্তান এবং অগুণতি বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম মেজর মোহাম্মদ জাভেদ হাসান (অব.) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক জনসংযোগ মো. শামীম হাসানের ছোট ভাই।