পুলিশ কল্যাণ তহবিল বিল সংসদে

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি তোলার পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৮৬ সালে সামরিক আমলে করা দ্য পুলিশ (নন গেজেটেড এপ্লয়িজ) ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স রহিত করে নতুন এই আইনটি করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, কর্মচারী বলতে সাব-ইন্সপেক্টরের নিচের পদমর্যাদার কোনো পুলিশ এবং পুলিশ অধিদপ্তরে কর্মরত পুলিশ নন এমন সব কর্মচারীকে বুঝাবে।

বিলে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নামে একটি বোর্ড থাকবে। পদাধিকার বলে পুলিশ মহাপরিদর্শক এই বোর্ডের চেয়ারম্যান হবেন। তহবিল থেকে কর্মচারী ও তাদের পরিবারকে কল্যাণ অনুদান মঞ্জুর করবে বোর্ড।