ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে প্রতিপক্ষের হামলায় ছাত্রসহ আহত সাত

টেকনাফে প্রতিপক্ষের হামলায় ছাত্রসহ আহত সাত

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের হাদুরছড়া এলাকায় স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রসহ একই পরিবারের সাতজন মারাত্মক আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. আরফি (২০) রশিদা বেগম (৩৮), মো. হারুন (৩৪) ও কক্সবাজার সিটি কলেজের মাস্টার্স পড়ুয়া ছাত্র মো. ফারুক (২৫)। তারা চারজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. আরফি (২০) মাথায় ১২টি সেলাই দেয়া হয়েছে হয়ে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদের মাথায়, পিটে, হাতে মারাত্মক জখম হয়েছে। আহত সাতজনের মধ্যে জহির আহমদ (৬৫), জোস্না আক্তার (২০), ফাতেমা খাতুন (৫০) টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদেরও জখম হয়েছে বলে দাবি করেছেন আহতদের পরিবার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. আরফি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়িতে সবাই অবস্থান করছিল। হঠাৎ সাবারাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক আহমদ ও তার ভাই সাবেক ইউপি সদস্য সোলতান আহমদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তাদের বসতঘর ঘেরাও করে। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগে তার বড় ভাই হারুনের ওপর হামলা চালায়। পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরও উপরও হামলা চালায়। এতে পরিবারের ৭ সদস্য আহত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত