ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াশ কুরুনি খান (২৩) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে যুগীনগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। ওয়াশ কুরুনির বড় ভাই আব্দুল বারু খান বলেন, আমি ও আমার ভাই ইলেক্ট্রিকের কাজ করি। ওই বিল্ডিং এর পুরো কাজ আমার নেওয়া। দুপুরে ওই ভবনের দ্বিতীয় তালায় গ্রুপ কাটার সময়ে গ্র্যান্ডিং মেশিনে ইলেকট্রিকের লাইন কেটে যায়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের বাড়ি বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায়। আমার বাবার নাম মো. জাহাঙ্গীর খান। তিন ভাই এক বোনের মধ্যে ওয়াশ কুরুনি ছিল তৃতীয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানাকে জানিয়েছি।