ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এবার নীলক্ষেত অবরোধ ৩৫ বছর প্রত্যাশীদের

এবার নীলক্ষেত অবরোধ ৩৫ বছর প্রত্যাশীদের

চাকরিতে আবেদনের বয়সসিমা ৩৫-এর দাবিতে এবার নীলক্ষেত মোড় অবরোধ করেছে ৩৫ প্রত্যাশীরা। গতকাল শুক্রবার বিকাল ৫টায় তারা এ অবরোধ শুরু করেন। এর আগে গত ২২ অক্টোবর থেকে তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন পালন করেন তারা। তবে এবার এক দফাকেই মূল লক্ষ্য করে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) অবরোধ পালন করছেন ৩৫ প্রত্যাশীরা। দাবি আদায়ে এখনো অনশন পালন করছেন ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ, ফাহমিদা রোজি, আনোয়ার হোসেন ও আবুল খায়ের। এছাড়াও নীলক্ষেত মোড়ে কয়েকশ’ ৩৫ প্রত্যাশী উপস্থিত রয়েছেন। আন্দোলনকারীরা জানান, ২৭ অক্টোবর ৩৫ প্রত্যাশীদের সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে নীলক্ষেত মোড়ে পুলিশ বাধা দেওয়ায় তারা এখানেই বসে পড়েন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত