স্ত্রী হত্যা মামলায় সিরাজগঞ্জে স্বামীসহ গ্রেপ্তার দুই
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বারই টেপরি গ্রামের স্ত্রীহত্যা মামলায় স্বামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলেন, ওই গ্রামের স্বামী জাহিদুল ইসলাম (২২) ও শ্বশুর ইছাহক প্রামানিক (৪৫)। র্যাব-১২-এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বামী পরিবারের কথায় তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করত। যৌতুকের এ টাকা দিতে না পারায় বিভিন্ন সময় স্ত্রীকে মারপিট করা হত এবং টাকা না পেলে মেরে ফেলার হুমকিও দিত। এরই জের ধরে গত ২২ অক্টোবর তাদের চাহিদা মোতাবেক যৌতুক না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে ?র্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় শুক্রবার রাতে পাবনার সাঁথিয়া থানার সিলন্দা বাজার এলাকা ও আতাইকুলা থানার মঙ্গলদিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।