ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ বীজ, মুগ ডাল ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষানিদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারীর কৃষি কর্মকর্তা সাবের আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী কৃষক প্রমুখ। স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম কৃষকের নানা দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি জানান, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৮৭০ জন কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার, গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, শীতকালীন পেঁয়াজ বীজ ও চীনা বাদাম বীজ দেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত