সাংবাদিকদের ওপর হামলা

সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিএনপির মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গতকাল দুপুরের দিকে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন, ইসরাইল হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বাবু, সাবেক প্রচার সম্পাদক গাজী এস এইচ ফিরোজী, সাংবাদিক রিংকু কুন্ডু, জয়নাল আবেদীন জয়, রোমান ও অশোক ব্যানার্জী প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১৭ জনের বেশি সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। এমন ন্যক্কারজনক আচরণ কারো জন্য কাম্য নয়। এ হামলার সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে শাস্তি দাবি করেন বক্তারা। এ মানববন্ধনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।