ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দ্বাদশ সংসদ নির্বাচন

দিন গণনা শুরু আজ থেকে

দিন গণনা শুরু আজ থেকে

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দিন গণনা আজ থেকে শুরু হচ্ছে। আইন অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সংসদ ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট উপলক্ষ্যে সব প্রস্তুতি নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি নির্বাচন পরিচালনা শাখা জানায়, বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন করতে হবে। ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হবে আজ থেকে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণারা অনুকূল পরিবেশ রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের উপকরণ প্রায় কেনা শেষে পথে। বর্তমানে মাঠপর্যায়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে ইসি। সরকারি মুদ্রণালয়কে ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ ছাপানোর নির্দেশনাও দিয়েছে ইসি। আগামী নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত