সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্দা গ্রামে দুই সন্তানের জননী নার্গিস বেগমকে (৩৮) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গৃহবধূর শ্বশুর আনছের আলী (৬৫), ননদ রাবেয়া খাতুন (৩০) ও দেবর ইয়াকুব আলীকে (৩৫) আটক করা হয়েছে। নিহতের স্বামী ইউনুস আলী সাংবাদিকদের জানান, প্রায় ২০ বছর আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রামের নুরুল ইসলামের মেয়ে নার্গিস বেগমকে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকে বাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার তার পরিবারের লোকজন তাকে মারধর করে। এতে তার স্ত্রী প্রতিবাদ করায় তার ওপর চড়াও হয় তারা। তিনি জানান, গত সোমবার গভীর রাতে তারা তার স্ত্রীকে নির্যাতন করে মেরে ফেলে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পুলিশ তার মরদেহে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।